১৯৯৪ সালের ডিসেম্বর মাসে যখন বন্ধুদের সাথে ইন্ডিয়া যাই, তখন আব্বা আমাকে ৬০০০ টাকা দিয়েছিলেন ডলার কেনার জন্য..সেই টাকায় কত ডলার পেয়েছিলাম সেটা মনে না থাকলেও পরে জেনেছিলাম বাবা তার বেতনের প্রায় পুরোটাই আমার হাতে তুলে দিয়েছিলেন.. আজো সেই কথা মনে হলে ভীষণ অপরাধবোধে ভুগি আমি..নিশ্চই আব্বার সেই মাসটা চলতে অনেক কষ্ট হয়েছিল.. ১৯৯৫ সালের জানুয়ারির ৩ তারিখ বাবার মৃত্যুর পর শুরু হয় জীবন সংগ্রাম। সেই গল্প অন্য কোনদিন করব। বলতে গেলে ২০০০ সাল থেকে আমার ঘোরাঘুরি শুরু। চাকরি আর টিউশনির সামান্য কিছু টাকা জমিয়ে বিদেশ ভ্রমন অর্থাৎ ভারত ভ্রমন শুরু। আমার অধিকাংশ ট্যুরের সর্বোচ্চ খরচ ছিল ১০০ ডলার। তারপর দেশে এসে পত্রিকায় লিখা। সেই লেখাগুলো জোগার করে এই বইটা প্রকাশ করা হলো। একটা কথা বলে নিতে চাই, এগুলোকে নিছক ভ্রমন কাহিনী হিসেবে পড়লেই ভাল করবেন।দিন বদলেছে, সাথে বদলে গেছে সবকিছু, তাই এটাকে ভ্রমনগাইড হিসেবে নেয়া ঠিক হবে না। ভ্রমণকাহিনীর সাথে ছবি থাকলে পড়তে ভাল লাগত। সেটা আর এবার হলো না। তবে আমার লেখা পড়ে যদি কল্পনায় দৃশ্যগুলো আপনার চোখে ভাসে, তবেই আমি নিজেকে সার্থক মনে করব।