যে বংশীবাদকের সুরের মূর্চ্ছনায় সারে সাত কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে, সেই অবিসংবাদিত বংশীবাদকের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির গত শতাব্দীর ইতিহাসে তাঁর মতো নেতা দ্বিতীয়টি খুঁজে পাওয়া যায়নি। ভবিষ্যতেও পাওয়া যাবে বলে মনে হয় না। বাঙালি জাতিকে, বাংলাভাষাকে বিশ্বের দরবারে পরিচিত করে তোলার পেছনে যে ব্যক্তিটির অবদান তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথচ এই মানুষটিকেই নির্মমভাবে জীবন দিতে হয়েছে বাংলার মাটিতে। সমস্ত মৃত্যুই ইতিহাস হয় না। কিছু কিছু মৃত্যু ইতিহাস হয়। হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুও ইতিহাস হয়ে গেছে। বাঙালির ইতিহাসের একটি রক্তাক্ত অধ্যায় হয়ে আছে এই মৃত্যু ঘটনা। বাঙালি জাতির পিতা শেখ মুজিবকে ঘিরে তৈরি হওয়া অনেক রহস্যের কোনো কূল কিনারা হয়নি আজও। নিভৃতে থেকে গেছে অনেক অজানা অধ্যায়। সেই অজানা অধ্যায়গুলোর উন্মোচনেই দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের বঙ্গবন্ধু সম্পর্কে বিভিন্ন লেখা নিয়ে এই প্রয়াস।