মানবতার ইতিহাসে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানবদরদী আর নেই। সভ্যতার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মিশে আছেন তিনি। মাত্র ২৩ বছরের অল্প সময়ে পৃথিবীজুড়ে যে শান্তির মিশন বাস্তবায়ন করেছেন–তার দৃষ্টান্ত বিরল। তাঁর ছিল না অর্থ-ঐশ্বর্যের ছড়াছড়ি, ছিল না ক্ষমতার দাপট। পৃথিবী তখন নিকষ আঁধারে নিমজ্জিত। জাহেলিয়াতের অন্ধকারে মানুষ দিকভ্রান্ত। যারা পশুর চেয়েও নিচে নেমে গিয়েছিল। মানবতার সেই সঙ্কটপূর্ণ মুহূর্তে মাত্র গুটিকয়েক অনুসারী নিয়ে আরবের ক্ষুধা-অনাহারে জর্জরিত, বর্বরতা ও মূর্খতার অন্ধকারে নিমজ্জিত জাতিকে সুখ-সমৃদ্ধি, মর্যাদা ও গৌরবের সোনালি মানুষে রূপান্তর করেছেন। br অথচ আজ পৃথিবীতে মুসলমানের সংখ্যা কোটি কোটি। তাদের আছে ধনসম্পদ কাঁড়ি কাঁড়ি, নেই কোনো অভাব-অনটন। অধুনিকতার ছোঁয়ায় তারা এখন আকাশে ভাসছে। তবু তারা নানাভাবে পিছিয়ে।brbr আজকের সমস্যায় জর্জরিত মানবতা বিবর্জিত অশান্ত ও অসভ্য পৃথিবীতে শান্তি ও সভ্যতা প্রতিষ্ঠা করতে হলে আমাদের আবার ফিরে যেতে হবে সেই চৌদ্দশ’ বছর আগে। জীবনকে ঢেলে সাজাতে হবে মহানবীর সুমহান আদর্শে।brbr একটি সভ্য পৃথিবী সৃষ্টির লক্ষ্যে চলুন আমারা ফিরে যাই মানবতার সেই মহান সম্রাটের কাছে… brbr ‘মুহাম্মাদ (সা.) দ্যা কিং অব হিউম্যানিটি’ বইটি এক্ষেত্রে বিশ্বস্ত গাইড হয়ে আপনাকে পথ দেখাবে। ইনশাআল্লাহ…।