“কালমায়ার সংকট” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
আমি ভেবে পাই না, মােস্তফা তানিমের মতাে এত স্বাদু, মজার, হাসিখুশি, প্রাণবন্ত মানুষ কেন সায়েন্স ফিকশন লেখেন। বিজ্ঞান তাে অতি দুরূহ এবং কাঠখােট্টা বিষয়! নিতান্ত প্রতিবেশি বলে তার ‘কালমায়ার সংকট’ পড়তে শুরু করলাম। ঘটনা শুরু হয়েছে- একটা ধানখেত থেকে। পড়তে পড়তে একসময় আমি আবিষ্কার করলাম, ধানখেতের গল্প কী এক আশ্চর্য কায়দায় চলে গেছে মহাকাশে। বিজ্ঞানের দুরূহ বিষয় চায়ের দোকানের আড্ডার মতােই উপভােগ্য গল্প হয়ে উঠছে। সে গল্প পড়তে এত আরাম, আগে কে জানত? খুব সম্ভবত মােস্তফা তানিমের ‘কালমায়ার সংকট’ সমকালীন কল্প-বিজ্ঞান গল্পের আসরে সেরা সংযােজন। এই গ্রন্থ আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ সায়েন্স ফিকশন। এ কথা আমি দায়িত্ব নিয়েই বলছি।