এই উপন্যাস দু’টি লেখা হয়েছিল সেই সময়ে যখন ভালােবাসার খােজে ভালবাসার জন্য মনপ্রাণ আকুল হয়ে থাকতাে মানুষের মনে। আজ থেকে বিশ বছর আগে যখন হাতে হাতে মােবাইল ছিল না কিন্তু ছিল মানুষের চিঠি লেখার প্রবণতা। সারারাত চিঠি লিখে মনের ভালােবাসা প্রকাশ করত প্রিয়জনের কাছে। বর্তমান সময়ের মতাে মনের ভাব সহজেই বলা যেত না সেই সময়ে। ভালােবাসার কথা বুকের ভেতর লুকিয়ে নিজে নিজে একরকম কষ্টের ভালােলাগায় ভালাে থাকতাে ভালােবাসার মানুষ। সেই সময়টাকে মাথায় রেখে গল্প দু’টি পড়তে হবে। জোছনায় নীল আকাশ’ আর ‘জলজোছনায় ভালােবাসার এক যুগলবন্দী।