রাশিয়ান কিশােরী মেয়ে তেরেসেভা হাঁটতে গিয়ে উঁচু-নিচু ধানক্ষেতে হোঁচট খেয়ে পড়ে গেল। বদরুল তাকে ধরে উঠানাের জন্য স্পর্শ করতেই শিউরে উঠল। তেরেসেভার গা ভীষণ ঠাণ্ডা! শুধু ঠাণ্ডা নয়, মনে হচ্ছে তার শরীরের ভিতরে কিলবিল করে কি যেন নড়ছে। যেন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পােকা নড়াচড়া করছে। ভয়ে বদরুলের জমে যাবার মত অবস্থা। বিষয়টা বুঝতে পেরেই তেরেসেভা দ্রুত নিজেকে সামলে নিয়ে দাঁড়িয়ে পড়ল। সে বলল, এ ধরনের ফাটল ধরা ভূমিতে হাঁটার অভ্যাস নেই আমার।
তেত্রিশ হাজার ফুট উঁচুতে অ্যারােফ্লট এয়ার লাইন্সে একজন ফিজিসিস্ট বদরুল নামক সেই যুবকের এক রাতের জটিল ঘটনা ভাবছিল। তার সহকর্মী জিওলজিস্ট বলল, অ্যারােফ্লটের বিজনেস ক্লাসে বদরুল রহস্য তাহলে বেশ ভালই আচ্ছন্ন করে ফেলল আপনাকে। ফিজিসিস্ট বলল, রহস্য ও আচ্ছন্ন দুটোই আমার খুব প্রিয় শব্দ। এত উঁচুতে বদরুল রহস্য বেশ আকর্ষণীয় মনে হচ্ছে ফিজিসিস্টের কাছে। যতই উপরে যাওয়া যাবে ততই যে রহস্য!