বহু কৃতী গবেষকদের চিন্তাঋদ্ধ প্রয়াসের সমাহার এই গ্রন্থটি। বাঙালির জীবনচর্চার বর্ণিল চিত্র যেমন উদ্ভাসিত, তেমনি তাদের যাপিত সংস্কৃতি ও জল-হাওয়ার কথাও সমতালে আলােচিত। বাঙালি জনমানসের সাহিত্য – ভাবনা, রূপ – রস – প্রকরণ কিংবা তার স্বরূপ উদঘাটনের সর্বত প্রচেষ্টা শ্রীসুন্দর কায়াকাঠামাে পেয়েছে গ্রন্থ মধ্যে। সাহিত্যের নানা আঙ্গিককে মান্যতা দিয়ে নানা বিষয় কেন্দ্রিক প্রবন্ধের অকথিত ভাবনা ও তত্ত্বনিষ্ঠ প্রয়ােগ ঘটেছে বলে গ্রন্থটি অনুসন্ধিৎসুদের পিপাসা মেটাবে।