অজিত কুমার রায়ের ‘সুবর্ণ রেখা’ ৭১ এর বাস্তব ঘটনা অবলম্বনে লেখা একটি উপন্যাস। প্রেক্ষাপট নাটোর। নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল, ধলা হিন্দু গ্রাম, ছাতনী, বনপাড়া মিশন, বৃহত্তর রাজশাহীসহ সমগ্র বাংলাদেশে পাক বাহিনী ও তার দোসরদের গণহত্যা, নির্যাতন নিয়ে এই উপন্যাসের কাহিনী নির্মিত।