দুই গ্রহের মহাযুদ্ধ।সে যুদ্ধে বাংলাদেশের বিজ্ঞানীদের কোনো অবদান থাকবে না;তা কি হয়?যুদ্ধে পৃথিবীর নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের বিজ্ঞানী ডা.সানিম আদবানি।রহস্য কার না ভালো লাগে?আমাদের অদ্ভুত মন ভয় পেয়েও পুলকিত হয়।ভয়কেও জয় করতে ভালো লাগে।এ রকমই ভয়, রহস্যময়, বিজ্ঞান, রূপকথা, পাওয়ার আনন্দ না-পাওয়ার বেদনা আর নীতি নৈতিকতা নিয়ে মজার মজার বারোটি গল্প নিয়ে এই বই।