অক্টাভিও পাজের (ইন্টারভিউ সিরিজ-১৫)

৳ 100.00

লেখক অক্টাভিও পাজ
প্রকাশক প্রিন্ট পোয়েট্রি
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৪৮
সংস্কার 1st Published, 2020
দেশ বাংলাদেশ

ফ্রিডম আর ফেটের এই দ্বন্দ্বটা গ্রিক ট্রাজেডি আর শেক্সপিয়ারের কমন থিম। যদিও শেক্সপিয়ারের মধ্যে ফেট আবেগের মামলা (ভালােবাসা, হিংসা, আকাঙ্খ, কাউরে দেখতে না পারা) এইসব আকারে হাজির হয়। আর স্প্যানিশ থিয়েটারে বিশেষ কইরা ক্যালডেরন, তিরসাে দে মলিনার মধ্যে, ক্রিশ্চিয়ান থিওলজির আকারে ফ্রিডমের রহস্যটা হাজির হয়ঃ কোন পবিত্র দৈব ব্যাপার আর স্বাধীন ইচ্ছার মধ্য দিয়া। কন্ডিশনাল ফ্রিডমের এই আইডিয়া ব্যক্তিগত দায়িত্বের ব্যাপারটারে বুঝায়। আমাদের মধ্যে সবাই, আক্ষরিকভাবেই, হয় তার নিজের ফ্রিডমরে গইড়া তুলে, আর নাইলে সেটারে ধ্বংস করে। ফ্রিডমের ব্যাপারটা সবসময়ই অনিশ্চিত একটা জিনিস।… কবিতা আর ফ্রিডম এই দুই জিনিস একটা অর্ডারের উপ্রে দাঁড়াইয়া থাকে; সেটা হইলাে ভাষা।… এনলাইটেনমেন্টের সময় লিটারেচার, ফিলসফি আর পলিটিক্সের একটা শক্ত কানেকশন ছিল।

অক্তাভিও পাজ : জন্ম, মেক্সিকো সিটি, ১৯১৪। পিতামহ ছিলেন একজন প্রখ্যাত উদার বুদ্ধিজীবী এবং সুস্পষ্টভাবে ভারতীয় ভাবধারার প্রথম লেখকদের মধ্যে একজন। পিতামহের মতাে বাবাও ছিলেন সক্রিয় রাজনৈতিক সাংবাদিক। পিতামহের বিশাল লাইব্রেরি পাজ-কে একেবারে শুরু থেকে সাহিত্যের সংস্পর্শ নিয়ে আসে। লেখালেখির শুরু অল্প বয়সে। ১৯৩৭ সালে স্পেনের ভ্যালেন্সিয়ায় ফ্যাসিবাদ বিরােধী দ্বিতীয় আন্তর্জাতিক লেখক সম্মেলনে যােগ দেন। ১৯৩৮ সালে ‘টলার’ (কর্ম শিবির) নামের একটি জর্নালের প্রতিষ্ঠাতাদের একজনে পরিণত হন, যেটা মেক্সিকোতে লেখকদের একটি নতুন প্রজন্ম এবং একটি নতুন সাহিত্যিক সংবেদনশীলতার ইঙ্গিত দেয়।। ' ১৯৪৩ সালে তিনি জাজ্ঞেনহেইম বিদ্বৎ সমিতির সদস্যপদ লাভের মাধ্যমে যুক্তরাষ্ট্রে গমন করেন এবং সেখানে অ্যাংলাে-আমেরিকান আধুনিকতাবাদী কবিতায় নিমগ্ন হন। দুই বছর পরে কূটনীতিকের চাকরি নিয়ে প্যারিসে প্রেরিত হন ; সেখানে, মেক্সিকান স্বরূপতার ওপর গবেষণা গ্রন্থ “দি ল্যাবিরিন্থ অব সলিসিউড’ লেখেন এবং সক্রিয়ভাবে সুররিয়ালিস্টদের দ্বারা পরিচালিত বিবিধ কর্মকাণ্ড এবং প্রকাশনার সঙ্গে জড়িত হন। ১৯৬২-তে ভারতে মেক্সিকোর দূত হিসেবে নিয়ােজিত হন। সেটা কবির জীবন ও কাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, “দি গ্রামারিয়ান ম্যাংকি’ এবং “ইস্ট শ্লোপ'-এর মতাে গুরুত্বপূর্ণ কাজসহ অন্য কাজগুলাে সেটার সাক্ষ্য বহন করে। ১৯৬৮-তে ছাত্র বিদ্রোহের ওপর মেক্সিকো সরকারের রক্তাক্ত দমননীতির প্রতিবাদে কুটনীতিকের চাকরিতে ইস্তফা দেন। তারপর থেকে একজন সম্পাদক এবং প্রকাশক হিসেবে কাজ করছেন, প্রতিষ্ঠা করেছেন রাজনৈতিক কৌশল-এর ওপর নিবেদিত দুটো ম্যাগাজিন : পুরাল (১৯৭১-১৯৭৬) এবং ভেলটা (Vuelta), ১৯৭৬ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। ১৯৮০-তে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৮১-তে অর্জন করেন স্প্যানিশ ভাষাভাষী বিশ্বের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার ‘সারভেন্তেস অ্যাওয়ার্ড’ এবং ১৯৮২-তে আমেরিকার নিউস্টাডথ’ পুরস্কার। পাজ একজন কবি এবং বিশ্লেষক। আধুনিক যুগের গােপন ধর্মটি দিয়ে কবিতার গঠন- এই বিশ্বাসটির মাধ্যমে তাঁর কাব্যিক শরীর পুষ্টি সঞ্চয় করে। পাজের কবিতা ‘পােয়েমাস ১৯৩৫-১৯৭৫ (১৯৮১) এবং সংগৃহীত কবিতা' ১৯৫৭-১৯৮৭ (১৯৮৭)-তে গ্রন্থিত হয়। পাজ, বই আকারের নানাবিধ গবেষণা গ্রন্থ, কবিতা, সাহিত্য এবং শিল্পকলা বিষয়ক সমালােচনা; মেক্সিকোর ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতিসহ প্রচুর পরিমাণে প্রবন্ধ লিখেছেন। তিনি ১৯৮৯ সালে সাহিত্যে নােবেল পুরস্কার অর্জন করেন।।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ