“ফ্যান্টাসি” বইয়ের ফ্ল্যাপে লিখা
ফ্যান্টাসি একটি বিশুদ্ধ ভালােবাসার গল্প। গল্পের আগাগােড়া টানটান রােমাঞ্চ আর দম ফাটানাে হাস্যরস। অনার্সে পড়ুয়া সবচেয়ে দুরন্ত ও ব্রিলিয়ান্ট ছাত্র জয়। মুক্ত বিহঙ্গের মতাে ওর উড়ে চলা। বড়লােক বাবা মায়ের একমাত্র মেয়ে জেনি। ফেসবুকের কল্যাণে ওদের পরিচয়। অতঃপর বন্ধুত্ব, ভালােলাগা। ভালােলাগার দেয়াল ভেঙে ভালােবাসি’ শব্দটা বলি বলি করেও, বলতে পারে না ওরা। জয়ের দুষ্টুমিভরা কথার বৃষ্টিতে ভিজে যাওয়া জেনি কখনাে জানতেও চায়নি, “কে এই জয়? কী তার বংশ পরিচয়? কী তার সােশ্যাল স্ট্যাটাস?’ প্রশ্ন থেকে যায়- চেপে যাওয়া সমস্ত সত্যি বেরিয়ে আসার পরেও কেন জয়ের হাতটা ধরতে চেয়েছে জেনি? কেনই বা হাজারাে জেনিরা খুঁজে ফিরে এমন জয় পাগলদের? লেখকের গতিশীল ভাষাশৈলী আর রম্য কথনে উপন্যাসটি একবার পড়া শুরু করলে শেষ না করে পারবে না কোনাে পাঠকই।