ইতিহাস আমাদের দিয়ে শুরু হয়নি। যে যাত্রা বহুকাল আগে শুরু হয়েছে, সেখানে আমরা নতুন পথিক মাত্র। বাস্তবতা আমাদের দেখা পৃথিবীটার চেয়েও অনেক বড়। ইতিহাস আমাদের হাজার বছরে যে শিক্ষা দিয়েছে, সে সব শিক্ষা বিসর্জন দিয়ে আমরা বিবাদ-বিভেদে মত্ত রয়েছি। হাজার বছরের ইতিহাস আমাদের শিখিয়েছে ভোগের পথে সমাধান আসে না, ঝগড়া ফ্যাসাদে শান্তি থাকে না, ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। আমরা যেন ভুলে গেছি আমাদের পূর্বপুরুষদের সংগ্রামের কথা, তাঁদের সাফল্যের কথা, তাঁদের গর্বগাঁথা, দেশপ্রেম, বীরত্ব ও আত্মত্যাগের কথা। তাই ইতিহাসের মহাসড়ক ছেড়ে বিভ্রান্তির কানা গলিতে জাতি হাতড়ে বেড়াচ্ছে, ইদানীং সমষ্টির ওপর ব্যক্তির আধিপত্য বিস্তার বেড়ে চলেছে। সমষ্টিকে বাদ দিয়ে ব্যক্তির অভিলাষ ও অভিমান প্রাধান্য পাচ্ছে। মনোবলের জায়গায় ঠাঁই পাচ্ছে লিপ্সা, ধৈর্যের জায়গায় অসহিষ্ণুতা। সবাই চান উৎক্ষেপন। সিঁড়ি না বেয়ে এক লাফে চূড়ায় উঠে যেতে চান সবাই। বিবর্তনের তর সয় না কারও। তাই পূর্ব পুরুষদের সঙ্গে শলাপরামর্শ করা দরকার। ইতিহাসের চলাচলে তাঁদের পায়ের আওয়াজ পাওয়া যায়। কান পাতলেই শুনতে পাবো কোত্থেকে এসেছি, কোথায় আছি এবং কোথায় যাওয়া প্রয়োজন। ইতিহাস শুধু অতীত নয়, বর্তমানও, আমরা প্রতিনিয়ত ইতিহাস বয়ে নিয়ে বেড়াই। কি ভালো, কি মন্দ ইতিহাসের সবকিছু আমরা স্বীকার করে নিই। আমরা আমাদের চারপাশের পরিবেশ দিয়েই তৈরি। একেকটি বিজয়, সাফল্য ও লড়াই নিয়ে আমাদের বেঁচে থাকা।