‘ত্রাসিত বসতবাটী’ কাব্যগ্রন্থের একগুচ্ছ কবিতার মধ্যে দিয়ে কবি একটি বিশেষ সময়কে ক্যানভাসে আঁকতে চেষ্টা করেছেন। মূলত কবিতা আর অল্প কিছু ছড়ার অবয়বে ফুটে উঠেছে হঠাৎ রোগাক্রান্ত অপ্রত্যাশিত এক পৃথিবীর দৃশ্যপট। অতি গভীর ভাবনাঋদ্ধ কবিতায় প্রকাশিত হয়েছে জীবনের অনুপুঙ্খ বেদনা, দ্বিধা, কষ্ট। সেই জরাগ্রস্ত পৃথিবীকেই কবি আবার দেখিয়েছেন মেঘের কিনারে সূর্যকণা’র রূপোলি রেখা। গহীন প্রত্যাশার জোরে তিনি ‘অজপা জপে’ ফিরে পেতে চেয়েছেন অসুখহীন সুস্থ এক পৃথিবী। এখানে কবির কবিতায় সৃষ্টি হয়েছে জীবন ও জীবিকার এক নতুন দ্রবণ- যা এই দুঃসময়ের এক অভূতপূর্ব চিত্রকল্প হিসেবে প্রতিভাত হয়েছে।