যৌনতা সম্পর্কিত সবচেয়ে বড় ট্যাবু হলো বিয়ে ব্যতীত সকল যৌন সম্পর্ককে নিষিদ্ধ করা বা অস্বীকার করা।অথচ,আমারা ভুলে যাই যৌনাঙ্গের কাজ কেবল সন্তান উৎপাদন করা নয়,এর কাজ ইন্দ্রিয়ানুভূতি সচল রাখা এবং সঙ্গমের মাধ্যমে স্নায়ু রোগ থেকে শরীর ও মনকে সুরক্ষিত রাথতে সাহায্য করা।…গবেষকগণ জানান,সুস্থভাবে বেঁচে থাকতে হলে এবং মৃত্যুর হার কমাতে হলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিয়মিত যৌনমিলনের দরকার রয়েছে।যৌনমিলন ৫০% মৃত্যুর আশংকা কমে যায়।মানুষের ভালো যৌনজীবন মানে শারীরিকভাবে সুস্থ থাকা।পশ্চাৎপদ সমাজব্যবস্থা নারী-পুরুষের কৌমার্য.বিয়ের ধারণা এক ধরণের জবরদস্তিমূলক কাঠামো দ্বারা নির্ধারিত হয়।আর এ কাঠামোই আমাদের ওপর আরোপ করে নৈতিকতা।আমারা ভুলে যাই,মানুষের প্রবৃত্তি সতত অনুশাসনের ওপর নির্ভরশীল নয়।আর সেকারণেই খুব গোপনে সমাজের মধ্যে নারী-পুরুষ সম্পর্কগুলোকে বিশেষভাবে উঁকি দিতে দেখা যায়।