কবিতানের জয় হোক ‘অঙ্কিত অঙ্কুর’ একটা অভিনব প্রয়াস। কবিতা আর গীতিকবিতা থাকছে দুই মলাটের ভেতর। আমরা জানি, বব ডিলান গান লিখেছেন, তা লিখেই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু আরো একজন তাঁর গানের জন্যই নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাঁর নাম রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯১৩ সালে তিনি সং অফারিংসের জন্য নোবেল পান। গীতাঞ্জলি। কাজেই গীতিকবিতার মূল্য দ্বিগুণ, গান হিসেবে আর কবিতা হিসেবে। কবিতানের এই উদ্যোগকে তাই সাধুবাদ জানাতেই হয়। কবিতা মানুষের শ্রেয়বোধের শ্রেষ্ঠ নিদর্শন। কবিতার চর্চা আমাদের সুন্দর করবে। কবিতানের জয় হোক। কথাসাহিত্যিক আনিসুল হক