” মাঝে মাঝে তব ” বইটির সম্পর্কে কিছু কথা”
মানুষ সামাজিক জীব। সমাজের নিয়মনীতি এবং আচার অনুষ্ঠানের সাথে নিজেকে মানিয়ে নেবার আরেক নামই জীবন। তবুও সমাজের সাজানাে নিয়মনীতির ফাঁক ফোঁকর গেলে। মাঝে মাঝে তেড়ে আসে কিছু নিয়ম ভাঙার অবাধ্য প্লাবন। মানুষের হাজার আপত্তি থাকার পরেও সেই প্রাবন এসে ভাসিয়ে দিয়ে যায় কিছু বুঝে ওঠার আগেই। মাঝে মাঝে তব’ সেই নিয়ম ভাঙা এক প্লাবনের গল্প।
ছেলেটা যখন প্রথম ঢাকায় এসেছিল, সে জানতাে না ভারী এক আশ্চর্য মায়া জাল তার। জন্য ফাঁদ পেতে আছে। যখন জানলাে তখন জল অনেক দূর গড়িয়ে গেছে।