আধুনিক বাংলা কবিতায় এক প্রতিশ্রুতিশীল কবি মাহফুজা অনন্যা। জন্ম ১৯৮২ সালের ২০ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার সুগ্রীবপুর গ্রামের সম্ভ্রান্ত মৃধা পরিবারে। কবিতা তাঁর প্রাত্যহিক জীবনের অনুধ্যান। একেবারেই স্বতন্ত্র কাব্যভাষার নির্মাতা তিনি। কবিতার নির্মিতিতে রয়েছে এক ধরনের প্রাঞ্জলতা। কবিতায় শব্দের গভীর ব্যবহার, ব্যাকরণ, প্রকরণ পাঠককে গভীর মনোনিবেশে প্রস্তুত করে তোলে। তাঁর কবিতার অসাধারণ জীবনবোধ সমগ্রজনের প্রিয়তর আরাধ্য। কুশলী শব্দভাষায় প্রযত্ন প্রয়াসে আঁকেন স্বদেশের মুখ। ব্যক্তি ও স্বদেশপ্রেম তাঁর কাব্যে একাকার। তাঁর কাব্যভাবনায় জীবননির্মাণের অনিবার্য উপকরণ প্রেম। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘সোনালী অসুখ’ (২০১৯)। স্বতন্ত্র স্বরের কারণেই তা নজর কাড়ে কাব্যামোদীদের। সচকিত দ্বিতীয় প্রকাশ ‘কামার্ত নগরের কামিজ’ ব্যাপক সাড়া ফেলে বোদ্ধা পাঠকসমাজে। তৃতীয় কাব্যগ্রন্থ ‘এবং নাভির কান্না’ (২০২০) ব্যক্তিক তথা সমগ্র মানবজীবনের অন্তর্গত আনন্দ-বেদনার এক গভীর সংবেদন। বলতে দ্বিধা নেই, মাহফুজা অনন্যার কবিতা মানেই কাব্যপাঠে অভিনব অভিজ্ঞতার উপভোগ্য উপকরণ।