নিভৃত গ্রাম দক্ষিণ সতরর অপার নৈসর্গীক সৌন্দর্য আর মাঠে ডাংগুলি, গুলতি, ঘুড়ি আর গোল্লাছুট খেলার আকর্ষণ, এর বাইরে রোদেলা দুপুরে পাখি শিকারের নেশা, শীতে ফসল কাটা মাঠে মেলার যাত্রা, পুতুল নাচ, বাইস্কোপে মেতে ভুলে যাওয়া সেই লাজুক বালক বড় হয়ে তার লেখায় ফুটিয়ে তুললেন সেই সব অনুভব ও অনন্ত সৌন্দর্য্যের কথোপকথন। হাটের দিন খাজা গজা, নকুলদানার আকর্ষণ তাকে ভুলিয়ে রাখত ফেণীতে মায়ের কাছে ফেরার কথা। গ্রাম যাকে টেনে রাখত শহর থেকে বেশি। বড় হয়ে কি হবেন এই ভাবনায় কখনও মনস্থির করতে না পারা সেলিম আজাদ এক সময় ভাবতেন বড় হয়ে এস্ট্রোলোজার হবেন। তার গল্প এইসব পারা না পারা, ব্যর্থতা-সফলতা ও সাধারণ জীবনের স্বরূপ ও সম্ভাবনা নিয়ে।