পুরুষতান্ত্রিক সমাজের বেঁধে দেয়া ছকে জীবনযাপন করতে নারীকে বাধ্য করার চিরকালীন চেষ্টাকে পাশ কাটিয়ে সৃজনশীল নারী রচনা করে তার নিজস্ব পৃথিবী। সেই পৃথিবীর অধিকর্তা সে। অবদমন মুক্ত পৃথিবীর সাহসী এক মানুষ। নারীর ব্যক্তিত্বের স্ফূরণ, যাপনের সেলিব্রেশন আর আবেগের অবমুক্তি ঘটানোর গল্প “ব্যক্তিগত রমণীয় সন্ধ্যা”।