আবু আর পর্বত, ভাগনে আর মামা—তারা দুজনে নদীর তলদেশ দিয়ে মাছ হয়ে চাঁদপুর যাওয়ার পরিকল্পনা করল। সে জন্য বাঘাইড় মাছের মতো এক বিশেষ পোশাক তৈরি হলো। যে পোশাক পরে মামা এবং ভাগনে দুজনেই মাছের বেশ নিলো। এরপর তারা বুড়িগঙ্গায় নামল। সেখান থেকে ধলেশ্বরী হয়ে মেঘনার পথ ধরে চাঁদপুর পৌঁছানোর পরিকল্পনা তাদের। কিন্তু ধলেশ্বরীতে তারা দেখতে পেল ভয়ংকর এক ধাতব অক্টোপাসকে। যে তার শুঁড় বের করে মাছ ধরে। আবার কাজ শেষ হয়ে গেলে শুঁড় গুটিয়ে একটা বড় বলের আকৃতি নেয়। ধলেশ্বরীতে একবার সে হামলা করে আবু ও পর্বত মামার ওপর। এরপর মেঘনা নদীতে সে বেঁধে ফেলে তাদের দুজনকে। তার হাত থেকে রেহাই পেতে ডাঙায় ওঠে মামা-ভাগনে। সেখানেও তাদের ওপর হামলা করে মানুষ। জল ও ডাঙার উভয় বিপদ থেকে কে উদ্ধার করবে তাদের?