“সদ্য ডাক্তারি পাশ করেছে অপু। মা আর পুপানকে নিয়ে অপুর পারিবারিক জীবন। সুখ আর স্বাচ্ছন্দ্যে ভরা তাদের সংসার। এইসময় হঠাৎ আসে এক মৃত্যুসংবাদ। মৃত ব্যক্তি অপুর প্রায় অচেনা এক নিকটতম রক্তের সম্পর্ক। ঘটনাচক্রে না চাইলেও অপুকে নিতে হয় সেই ব্যক্তির শেষকৃত্যের দায়িত্ব। অপু এই পরিস্থিতিতে বার বার ফিরে গেছে তার শৈশবের স্মৃতিতে। স্মৃতি রোমন্থনের মধ্যে দিয়ে ফুটে উঠেছে অপুর মনের ক্যানভাসের অসংখ্য অনুভূতির রং। অজস্র ঘটনার মধ্যে দিয়ে অপুর চোখে বিশ্লষণ হয়েছে মা, পুপান আর সেই মৃত অর্ধ পরিচিত ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য।
শৈশবে একাধিক জটিলতা ও প্রতিকূলতা অতিক্রম করে অপু পেয়েছে সাফল্য যা তাকে পরবর্তীকালে অনুপ্রাণিত করেছে অবহেলিত শিশুদের পাশে দাঁড়াতে। অপু মনে করে তার জীবন এক রূপকথার গল্প। অবহেলিত শিশুদের জীবনে রূপকথা রচনা করার অঙ্গীকার নিয়েছে অপু।