বাংলার হাজার বছরের ইতিহাসে শেখ মুজিবুর রহমান বাঙালির প্রথম জাতি-রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। শৈশবে তার ডাক নাম ছিল খোকা। তারপর জাতি-রাষ্ট্র প্রতিষ্ঠার বিভিন্ন পর্বে তিনি হয়ে ওঠেন মুজিব ভাই, লিডার, বঙ্গবন্ধু ও জাতির পিতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এ পর্যন্ত অনেক গবেষণা, বড় বড় গ্রন্থ রচনা ইত্যাদি হলেও তার শৈশব-কৈশোর নিয়ে তেমন কোনো নির্ভরযোগ্য গ্রন্থ খুব একটা চোখে পড়ে না। ‘মুজিব যখন খোকা ছিল’ গ্রন্থে তার শৈশব-কৈশোরের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কোনো তত্ত্বকথা নয়, কিছুটা গল্প বলার ভঙ্গিতে এই গ্রন্থের গল্পগুলো রচনা করা হয়েছে। আমাদের নতুন প্রজন্মের স্কুল-কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রী ছাড়াও শিশু-কিশোররাও যাতে বইটি সহজবোধ্য ভাষায় হৃদয়াঙ্গম করতে পারে, সেদিকে নজর রাখা হয়েছে। এই গ্রন্থে মূলত বঙ্গবন্ধুর শৈশব-কৈশোরের ছোট ছোট কয়েকটি ঘটনার বিবরণ রয়েছে। প্রকৃতপক্ষে এটি শিশু-কিশোরদের উপযোগী করে লেখার চেষ্টা করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর রয়েছে বিশাল বর্ণাঢ্য জীবন। বঙ্গবন্ধুর এই সংগ্রামমুখর জীবনের আরও অনেক রোমাঞ্চকর এবং শিক্ষণীয় ঘটনা আছে, যা নিয়ে একাধিক গ্রন্থ রচনা করা যেতে পারে। আপাতত আমরা শৈশব-কৈশোরেই সীমাবদ্ধ থাকলাম। ভবিষ্যৎ সুযোগ পেলে আমরা আরেকটু বৃহৎ পরিসরে ভাষা সংগ্রামে শেখ মুজিব, ৬-দফা আন্দোলনে শেখ মুজিব, সংসদে শেখ মুজিব, কারাগারে শেখ মুজিব এবং পারিবারিক পরিবেশে শেখ মুজিব প্রভৃতি বিষয় নিয়ে লেখা-লেখানো এবং প্রকাশনার ব্যাপারে চেষ্টা করব। আমি শুরুটা করে দিলাম। আশা করি নতুন নতুন লেখক-গবেষকগণ বাকি কাজে যুক্ত হবেন। বাংলার হাজার বছরের ইতিহাসে শেখ মুজিবুর রহমান বাঙালির প্রথম জাতি-রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। শৈশবে তার ডাক নাম ছিল খোকা। তারপর জাতি-রাষ্ট্র প্রতিষ্ঠার বিভিন্ন পর্বে তিনি হয়ে ওঠেন মুজিব ভাই, লিডার, বঙ্গবন্ধু ও জাতির পিতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এ পর্যন্ত অনেক গবেষণা, বড় বড় গ্রন্থ রচনা ইত্যাদি হলেও তার শৈশব-কৈশোর নিয়ে তেমন কোনো নির্ভরযোগ্য গ্রন্থ খুব একটা চোখে পড়ে না। ‘মুজিব যখন খোকা ছিল’ গ্রন্থে তার শৈশব-কৈশোরের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কোনো তত্ত্বকথা নয়, কিছুটা গল্প বলার ভঙ্গিতে এই গ্রন্থের গল্পগুলো রচনা করা হয়েছে। আমাদের নতুন প্রজন্মের স্কুল-কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রী ছাড়াও শিশু-কিশোররাও যাতে বইটি সহজবোধ্য ভাষায় হৃদয়াঙ্গম করতে পারে, সেদিকে নজর রাখা হয়েছে। এই গ্রন্থে মূলত বঙ্গবন্ধুর শৈশব-কৈশোরের ছোট ছোট কয়েকটি ঘটনার বিবরণ রয়েছে। প্রকৃতপক্ষে এটি শিশু-কিশোরদের উপযোগী করে লেখার চেষ্টা করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর রয়েছে বিশাল বর্ণাঢ্য জীবন। বঙ্গবন্ধুর এই সংগ্রামমুখর জীবনের আরও অনেক রোমাঞ্চকর এবং শিক্ষণীয় ঘটনা আছে, যা নিয়ে একাধিক গ্রন্থ রচনা করা যেতে পারে। আপাতত আমরা শৈশব-কৈশোরেই সীমাবদ্ধ থাকলাম। ভবিষ্যৎ সুযোগ পেলে আমরা আরেকটু বৃহৎ পরিসরে ভাষা সংগ্রামে শেখ মুজিব, ৬-দফা আন্দোলনে শেখ মুজিব, সংসদে শেখ মুজিব, কারাগারে শেখ মুজিব এবং পারিবারিক পরিবেশে শেখ মুজিব প্রভৃতি বিষয় নিয়ে লেখা-লেখানো এবং প্রকাশনার ব্যাপারে চেষ্টা করব। আমি শুরুটা করে দিলাম। আশা করি নতুন নতুন লেখক-গবেষকগণ বাকি কাজে যুক্ত হবেন।