যেসব ছোট্ট শিশু সবেমাত্র বিভিন্ন রং আর বাংলা বর্ণমালার বর্ণিল জগতে ঢুকেছে, ‘আমার প্রথম রং করার বই সেট’ ঠিক ওদের জন্যই।
এ সেটে আছে হরেক রকম যানবাহন, প্রাণী, ও বাংলা বর্ণমালার ছবি। বর্ণামালা চেনানো হয়েছে ফুল-ফল, পশুপাখি ইত্যাদি দিয়ে। বর্ণ বা ছবির গায়ে অদ্ভুত কোনো রং দিলে কিংবা দাগের বাইরে রং চলে গেলেও ক্ষতি নেই। শিশুরা মজায় মজায় ছবি ও বাংলা বর্ণগুলো চিনতে শিখলে আর কী চাই!