১৮৫৭ সাল। ভারতবর্ষের সিপাহি বিদ্রোহে কেঁপে ওঠে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। সেই রক্তাক্ত বিদ্রোহ প্রত্যক্ষ করেছিলেন শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের দরবারের কবি জহির দেহলভী। সম্রাটের স্নেহধন্য তরুণ এ কবি লিখে গেছেন সে মহাবিদ্রোহের আখ্যান। ওই সময়ে দিল্লির দরবারে ঘটে যাওয়া নাটকীয় ও অজানা ঘটনাবলির প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি। ইতিহাসের অমূল্য দলিল জহির দেহলভীর এ স্মৃতিকথা পরবর্তীকালে গ্রন্থাকারে প্রকাশ হয় ‘দাস্তান-ই-গদর’ নামে। ঐতিহাসিক এ আকর গ্রন্থটি প্রথমবারের মতো বাংলা ভাষায় প্রকাশিত হলো।
পেঙ্গুইন র্যা নডম হাউজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে ‘দাস্তান-ই-গদর: দ্য টেল অব দ্য মিউটিনি’ গ্রস্থটি বাংলা ভাষায় প্রকাশের কপিরাইটপ্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান বিজবাংলা মিডিয়া লিমিটেড (বণিক বার্তা)