জাতীয় নদী রক্ষা কমিশন ও নদী ঘোরাও নদীর পথে’র যৌথ উদ্যোগে কবিতা, গান ও সাহিত্যে নদী উৎসব কর্মসূচির আওতায় নদী রক্ষায় নদীকেন্দ্রিক কবিতা-আন্দোলনের একটি অন্যতম কাব্যগ্রন্থ ‘কবিতার মতো নদী’। নদী রক্ষায় সচেতনতা সৃষ্টিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।