সম্মানিত পাঠকবৃন্দ! গায়রেমোকাল্লিদসম্প্রদায়ের দাবি হলো তারা আহলেহাদিস৷ যার অর্থ হাদিস বিশারদ৷ আর মোকাল্লিদদেরকে তারা আহলেফেকাহ ও আহলেরায়ে নামে পরিচয় দেয়৷ অর্থাৎ, ফেকাহ ও কেয়াসধারী৷ সুতরাং তাদের উচিৎ প্রত্যেক মাসয়ালা মৌলিকভাবে হাদিসভিত্তিক প্রমানিত করা৷