কবিতা জীবনের কথা বলে, কবিতায় জীবনের জলছবি অঁাকা হয়। ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কাব্যকে স্বতঃস্ফূর্ত ও ছন্দোময় ঝরনাধারার সঙ্গে তুলনা করেছেন। গৌরাঙ্গ কুমার দত্ত কবিতার মাঝে সামগ্রিকভাবে জীবনকে খুঁজতে চেয়েছেন। সহজ—সরল ও প্রাঞ্জল ভাষায় তিনি প্রকৃতি, প্রেম কিংবা মানবিক সম্পর্কের নিগূঢ় টানাপোড়েনের কথাও তুলে ধরেছেন অত্যন্ত বিশ^স্ততার সাথে। সেখানে উপমা—উৎপ্রেক্ষার চৌকস ব্যবহার যেমন রয়েছে, তেমনি আছে ব্যঙ্গ—বিদ্রুপ ও শ্লেষের কারুকার্য। ফলে তার কবিতায় এসেছে বহুমাত্রিক আস্বাদ, তিনি অন্ত্যমিলের বিষয়ে বিশ^স্ত থেকেছেন। কিছু কবিতার শিরোনাম দেখেই অনুমান করা যায়, কবি গৌরাঙ্গ নানান ব্যঞ্জনায় জীবনকে চিত্রায়ন করতে চেয়েছেন। তার কাব্যিক ক্যানভাসে হরেক রঙের ব্যবহার যেমন রয়েছে, তেমনি সেখানে বহুমাত্রিক জীবনালেখ্যও প্রাণ পেয়েছে। তার ছান্দসিক কাব্যচর্চা বোদ্ধা পাঠকের নজর কাড়বে, এ—কথা নির্দ্বিধায় বলা যায়। অরুণ কুমার বিশ্বাস কথাসাহিত্যিক ও গোয়েন্দালেখক।