‘যুগ যন্ত্রণায় দর্শন’বিশ্লেষণী চিন্তাচেতনা ও জগৎবিষয়ক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির বাস্তবতার প্রকৃত কাঠামো বিনির্মাণের একটি নির্দেশনামূলক সমীকরণিক প্রচেষ্টা। এটি ‘বস্তুবাদী অনুশীলন’ (Materialistic Practice)-এর প্রথম সংখ্যা। দৃষ্টিভঙ্গি ‘বস্তুবাদী অনুশীলন’ হিসেবে একটি দার্শনিক প্রচেষ্টা হলেও সাধারণ ভাবনার একক কাঠামো বিনির্মাণে গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রন্থটির রচয়িতা জনাব মোহাঃ আব্দুল কাইয়ুম (সহকারী অধ্যাপক, দর্শন, আমলা সরকারি কলেজ, কুষ্টিয়া)-এর উদ্দেশ্য হলো বর্তমানে সাধারণ শিক্ষা, বিভিন্ন ধরনের ধর্মীয় শিক্ষা ও দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে সম্পৃক্ত অপ্রাতিষ্ঠানিক চিন্তা কাঠামোকে একটি একক ও অবিমিশ্র বস্তুনিষ্ঠ কাঠামোয় আনয়ন করে আমাদের জীবনের সময়কালকে শান্তিপূর্ণ, সৌহার্দপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ করে তোলা। আশারাখি গ্রন্থটি তাঁদের জন্য তো বটেই; আগামী প্রজন্ম যারা মুক্ত ও স্বাধীন চিন্তার সহজ, সরল ও বিবাদহীন অভিজ্ঞতার কাঠামো নির্মাণ করতে চান তাদের জন্য একটি অনুপ্রেরণা ও স্বস্তিকর ভাবনার উৎস হিসেবে কাজ করবে। যারা বহু দিন ধরে এ ধরনের একটি কিতাব অনুসন্ধান করছেন তাদের যারপরনাই বিস্তর উপকার হোক এ কামনায়-