অধ্যাপক এ. কে. এম. সালাহউদ্দিন তাঁর নন্দনতত্ত্ব গ্রন্থের পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ ছাপাবার দায়িত্ব রাদ্ধ প্রকাশকে দিয়েছেন। তাঁর ষোল আনা দর্শন ৩ সংখ্যক পুস্তকটি নন্দনতত্ত্বের জগতে একটি প্রশংসনীয় Labyrinth of Aesthetics। এটি যেমন পাশ্চাত্য তেমনি ভারতীয় অলংকারশাস্ত্র ও সৌন্দর্যবিজ্ঞানকে আজকের সময় পর্যন্ত পুঙ্খনাপুঙ্খ ও বিস্তারিত আলোচনা করেছে। এ আলোচনা তিনি সেই প্রাচীন-পুরাকাল থেকে আজকের সময় পর্যন্ত যেভাবে সুচারু সিস্টেমের আলোকে সন্নিবেশ করেছেন তা সত্যিই চমৎকার সৃজনকলা, নিবেদন করে বিশ^বিদ্যালয়ের ধারাবাহিক (গবেষণা ও অনুসন্ধান) লেখাপড়া, কলেজের পড়শুনা ও অ্যামেচার পাঠকের জন্য রূপাজ্জ্বল আড়ম্বর দর্শনকলা যার উন্মেষ ঘটেছিল বিংশ শতাব্দীতে আধুনিক নন্দনতত্ত্ব নামে। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশক থেকে বাংলাদেশের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে নন্দনতত্ত্বকে কোর্স নামে পড়ানো হয়। এ ধারাকে অনুকরণ করেই লেখক ২০১৫ খ্রি. এ গ্রন্থ রচনা করেছিলেন। আর ২০২০ খ্রি. এর পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ প্রকাশ করা হলো। লেখকের এ সৃষ্টিকলা সবার লেখাপড়ার জগতের জন্য উপকার করবে, এই কামনায়