প্রাচ্যদর্শনের একটি অন্যতম ধারা হলো ভারতীয় দর্শন। দর্শনের ইতিহাসে এ ভারতীয় দর্শন গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ভারতীয় দর্শনের একটি উল্লেখযোগ্য দিক হলো এ দর্শন একদিকে তাত্ত্বিক ও অন্যদিকে প্রায়োগিক। জীবন ঘনিষ্ঠ বা জীবনবাদিতার বিষয়টি ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ের নয়টি স্কুলের আলোচনায় সুস্পষ্টভাবে বিদ্যমান। ভারতীয় দর্শনের ওপর বাজারে যেসব বইপত্র পাওয়া যায় সেগুলো ততটা সুলিখিত নয়। এ বিষয়ে পাঠক বোধগম্য গ্রন্থের অভাব রয়েছে। এসব দিক মাথায় রেখে জনাব জি এম তারিকুল ইসলাম-এর লিখিত ‘ভারতীয় দর্শন পরিচিত’ গ্রন্থটি প্রকাশিত হলো। ভারতীয় দর্শনের ইতিহাস, ঐতিহ্য ও বিষয়বস্তু অত্যন্ত সাবলীল, সহজসরল ভাষায় সংক্ষেপে বোধগম্য করা হয়েছে এ গ্রন্থটিতে। নতুন আঙ্গিকে প্রতিটি বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ ও মূল্যায়ন শিক্ষার্থী ও পাঠকের সামনে উপস্থাপন করা হয়েছে। পাশ্চাত্য দর্শনের সাথে ভারতীয় দর্শনের কিছু বিষয়ে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগত বিশ্লেষণ গ্রন্থটিতে তুলে ধরা হয়েছে। এ গ্রন্থটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও পাঠকের বিশেষভাবে কাজে লাগবে বলে প্রত্যাশা রাখি।