জগতবিখ্যাত সাধক হযরত শেখ সাদী (রহ) তার কাব্যগ্রন্থ কারীমা এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইসলামের গুণাবলী কথা বলেছেন, যেমন – প্রথমেই বিসমিল্লাহ বলে শুরু করে পয়গাম্বর (স) এর প্রশংসা, নিজকে সম্বোধন, অনুগ্রহের প্রশংসা, দানশীলতার বর্ণনা, কৃপনের নিন্দাবাদ, নরমোতার বর্ণনা, অহংকারের নিন্দাবাদ, ইলমের মর্যাদা, নির্বোধ- মুখের সান্নিধ্য হতে বিরত থাকা, ন্যায়পরায়ণতার গুনগুন, অত্যাচারের নিন্দাবাদ, অল্পে তুষ্টির প্রশংসা, লোভের নিন্দাবাদ, ইবাদত বন্দেগীর প্রশংসা, শয়তানের নিন্দাবাদ, আল্লাহ প্রেমের শরাবের বয়ান, ওয়াদাহ পূরণের বয়ান, শোকরের মর্যাদা, ধৈর্যের বর্ণনা, সততার বর্ণনা, মিথ্যার নিন্দাবাদ, আল্লাহ তায়ালার কুদরত, সৃষ্টির কাছে আশা করা থেকে নিষেধাজ্ঞা। ইত্যাদি গুণাবলীর আলোচনা বইটিতে করা হয়েছে।