তরুণ প্রজন্মের সৃজনশীল কথাসাহিত্যিক তৌফিক মিথুন। শুরুটা ভৌতিক গল্প দিয়ে। বর্তমান সময়ের সেরা ভৌতিক গল্পকার তৌফিক মিথুন প্রতিনিয়ত নিজেকে ভেঙে গড়তে জানেন। তাই তো ভৌতিক গল্পকারের খোলশ ভেঙে একদিন লিখে ফেলেন রহস্য উপন্যাস, দাঁড় করিয়ে ফেলেন ‘মহাপুরুষ’ নামের চরিত্র কিংবা ‘জালাল মুনশী’। বাংলা সাহিত্যের কিংবদন্তী পুরুষ হুমায়ূন আহমেদের লেখার সাথে কেউ কেউ এমনকি কিংবদন্তীর নিকটজনেরাও তুলনা করেন তৌফিক মিথুনের চরিত্রগুলো। এবার তৌফিক মিথুনের নতুন পরিচয় রম্যলেখক হিসেবে। লেখকের আগামী জন্মদিন উপলক্ষে প্রকাশিত হচ্ছে রম্যগ্রন্থ ‘আমাদের পাপ্পু ভাই’।