চলচ্চিত্র বিজ্ঞানের দান। বহু দেশের বহু বিজ্ঞানীর বহু বছরের সাধনা, শ্রম ও মেধার ফলে চলচ্চিত্র আবিষ্কার সম্পূর্ণ হয় ১৮৯৫ খ্রিস্টাব্দে।
স্থিরচিত্রের চলমান গতিপ্রবাহের সমষ্টি হচ্ছে চলচ্চিত্র। স্থিরচিত্র বা ফটোগ্রাফির মূলসূত্র হচ্ছে আলো। আলো সরলরেখায় চলে এবং বস্তু থেকে বিচ্ছুরিত আলো চোখের ওপর পতিত হলে সেই বস্তুর প্রতিবিম্ব বা রেশ কিছুক্ষণ স্থায়ী থাকে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন অবিরত দৃষ্টিতত্ব। এই তত্বের ওপর ভিত্তি করেই আবিষ্কৃত হয়েছে চলচ্চিত্র।
চলচ্চিত্র আবিষ্কারের মূলসূত্র হিসেবে কাজ করেছে অবিরত দৃষ্টিতত্ব (Persistence of Vision-POV)। কোনো কিছু দেখার পর মানুষের মস্তিষ্কে এর রেশ থাকে ১১২ সেকেন্ড পর্যন্ত। এটা ইন্দ্রিয়গত প্রাকৃতিক নিয়ম। এই নিয়মের কারণেই দ্রুত ঘূর্ণায়মান সাতটি রঙের সমষ্টিকে সাদা দেখায়। দৃষ্টির এই স্থায়িত্ব বিধির ওপর ভিত্তি করেই চলচ্চিত্র আবিষ্কৃত হয়েছে।