হাজার বছরের বাঙালি জাতির ইতিহাসে রাষ্ট্রভাষা আন্দোলন উজ্জ্বল এক অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার দাবিতে শুরু হয়েছিল এই আন্দোলন। কিন্তু ক্রমে এই আন্দোলন হয়ে উঠেছিল স্বাধিকারমুখী শুরু থেকেই রাষ্ট্রভাষা আন্দোলনের সঙ্গে গভীরভাবে সংশ্লিষ্ট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বস্তুত, রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম পর্বে তিনি ছিলেন অন্যতম সংগঠক, আর দ্বিতীয় পর্বের প্রধান নেতা।
কিন্তু কতিপয় সমালোচক ইতিহাসের এই সত্যকে অস্বীকার করে রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস লিখেছেন। ডক্টর বিশ্বজিৎ ঘোষের এই গ্রন্থে রাষ্ট্রভাষা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের অনন্য ভূমিকা যুক্তিনিষ্ঠ এবং তথ্যসূত্রের আলোকে উপস্থাপিত হয়েছে। বাংলাদেশের কিশোর ও তরুণসমাজকে রাষ্ট্রভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হবে। এ বই তাদের জ্ঞানস্পৃহা পূরণে সহায়ক হবে বলে আমাদের গভীর বিশ্বাস ।