প্রথমেই বিধাতার নিকট অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে সর্বোচ্চ জীব হিসেবে সৃষ্টি করে জ্ঞান-গরিমা দান করেছেন। আর সেই লব্ধ-ক্ষুদ্র জ্ঞানকে কাজে লাগিয়েই প্রথম কাব্যগ্রন্থ হিসেবে প্রকাশ করতে যাচ্ছি আমার এ গ্রন্থখানি । প্রেম মানুষের চিরন্তন এক স্বত্বা। কেউ মানব-মানবীর প্রেমে মজে, কেউ বা মজে অর্থ বিত্তের প্রেমে। আর আমার চঞ্চলা এ মন মজেছে বাংলার চিরন্তন সৌন্দর্যের প্রেমে। তারই ফলশ্রুতিতে আমি বাংলার রূপ-রস ও গন্ধকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি আমার এ গ্রন্থে। বাংলার রূপে আমি আত্মহারা। তাইতো বাংলার রূপকে সাজিয়েছি কাব্যকে পঙক্তিতে। মানুষ মাত্রই ভুল। আমিও তার ঊর্ধ্বে নই। পাঠক মহলে ভুলক্রটির জন্য ক্ষমাসুন্দর দৃষ্টি কামনাসহ গঠনমূলক মন্তব্যের আশা করছি। আর যারা আমায় সার্বিকভাবে সহযোগীতা করেছে তাদের প্রতি রইলো আমার হার্দিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ভালো থাকুন, সুস্থ থাকুন। বই হোক অনুভূতির একমাত্র প্রকাশক