“মৃত্যু ক্ষুধা ও প্রেম” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ আঘাত হানে গোটা বিশ্বে। বদলে যায় প্রকৃতি ও সমাজজীবন। বাংলাদেশে ২০২০-এর মার্চের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয় লকডাউন। একদিকে সারা বিশ্বে মৃত্যুমিছিল, অন্যদিকে নিম্ন আয়ের মানুষের কাজ বন্ধ। মানবজীবনে আঘাত আনে মৃত্যু ও ক্ষুধা। এমনকি ২০২১-এর মার্চ-এপ্রিলেও করোনা ভাইরাস যেন আরো বহু গুণ শক্তিতে ছিন্নভিন্ন করছে মানবজীবন। তবে এর মধ্যেও বন্ধ নেই মানুষের লোভ-কামনা-বাসনার বন্যতার; শেষ নেই নিষ্ঠুরতার। আবার এর ভিতরে মানুষের জন্য মানুষের রয়েছে প্রেম-মমতা-সহমর্মিতা।
অনুভূতিশীল কবি ও কথাকার তাহেরা আফরোজকে গভীরভাবে স্পর্শ করেছে এই করোনা-করুণ বাস্তবতা। ২০২০ সালের মার্চ-এপ্রিলে রচিত মানবজীবনের বহু দিক উঠে এসেছে মৃত্যু ক্ষুধা ও প্রেম কাব্যগুচ্ছে। বইটি তাই একই সঙ্গে সময়ের কাব্যিক দলিল হিসেবেও গুরুত্বপূর্ণ।