১৯৬৬ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির বিখ্যাত ৩১ নম্বর সড়কে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ‘ বঙ্গবন্ধু ভবন ‘ আলোকিত করে জন্ম নিলো শেখ রাসেল। রাসেল নামটি রেখেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর প্রিয় লেখক পৃথিবী বিখ্যাত ব্রিটিশ দার্শনিক সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত বার্ট্রান্ড রাসেলের নামানুসারে। বঙ্গবন্ধুর পরম আদরের কনিষ্ঠ ছেলে শেখ রাসেল ছিলেন ভীষণ দুরন্ত। তাঁর দুরন্তপনার সঙ্গী ছিল বাই-সাইকেল। তিনি রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই সাইকেলে করে স্কুলে যেতেন। পাড়ার আর দশজন সাধারণ ছেলের মতো। রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।