বন্ধুরা, হেমন্তের উৎসবমুখর পরিবেশে তোমাদের প্রিয় ‘কিশোর বাংলা’ হাজির হলো নভেম্বর, ২০২১ সংখ্যা নিয়ে।
বাংলা সাহিত্যের এক মহাতারকা জন্ম নিয়েছিলেন এই নভেম্বর মাসের ১৩ তারিখে। তাঁর নাম হুমায়ূন আহমেদ। তিনি বাংলা সাহিত্যের যে শাখাতেই হাত দিয়েছেন, সেখানেই সফল হয়েছেন। চলচ্চিত্র ও নাট্য পরিচালনায়ও তিনি ছিলেন অত্যন্ত সফল। শিশু—কিশোরদের হুমায়ূন আহমেদ খুবই ভালোবাসতেন। তাই তাদের জন্যও তিনি রচনা করেছেন অনেক গল্প—উপন্যাস। বাংলাদেশে বিজ্ঞান কল্পকাহিনীর সূচনা তাঁরই হাত ধরে। বাংলা সাহিত্যের একটি পাঠক প্রজন্ম সৃষ্টি করে গিয়েছেন হুমায়ূন আহমেদ। এই সফল ও ব্যতিক্রমী সাহিত্য ব্যক্তিত্বকে নিয়েই আমাদের এবারের মূল আয়োজন।
তোমাদের স্কুল—কলেজ এখন সীমিত পরিসরে খোলা। দীর্ঘদিন পর বন্ধুদের সাথে, শিক্ষকদের সাথে তোমরা আবারও মিলেমিশে গেছ। সামনে অনেকের পরীক্ষা। মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ক্লান্ত হয়ে গেলে বা অবসাদ বোধ হলে প্রিয় ‘কিশোর বাংলা’ তো কাছে থাকছেই।
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কিশোর বাংলা’র সাথেই থাকো।