প্রশংসা মাত্রই আল্লাহ তা’য়ালার জন্য। দরুদ ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর পরিবার ও সাহাবাগণের প্রতি বর্ষিত হোক।
প্রিয় রাসূল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামকে সবকিছুর ঊর্ধ্বে ভালবাসা প্রতিটি মুসলিমের প্রতি ফরজ। কিন্তু ভালবাসার নামে পেট-পকেটের ধান্দা করা জঘন্য অপরাধ। এক শ্রেণির মোাল্লারা মীলাদুন্নবীর নামে নিজেদের ধর্ম ব্যবসাকে জমজমাট করে বসেছে। তারা বাতিল আকিদা দ্বারা সাধারণ জনগণের ঈমান নষ্টকরণ ও অর্থ উপার্জনের কাজটা জোরেশোরে চালিয়ে যাচ্ছে।
তাই আমরা জনসাধারণকে তাদের খপ্পর থেকে বাঁচার উদ্দেশ্যে “ঈদে মীলাদুন্নবীর হাকিকত” বিষয়ে এই ছোট্ট বইটি উপহার দিচ্ছি।