গল্পপ্রিয় পাঠকদের জন্য বইটি এক অসাধারণ উপহার দিলেন তিনি। লেখক বর্তমান গ্রন্থে বিভিন্ন গল্পের চিত্রপট ও বিভিন্ন চরিত্র চয়নে প্রশংসার দাবি রাখে। সৃষ্ট চরিত্রের অবস্থান ও সংলাপ উপস্থাপনে লেখক যেমন নতুনত্ব এনেছেন তেমনি। পঠনে পাঠক পাবেন চমকপ্রদ কিছু রহস্যের ছোঁয়া