কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতাই নতুনত্বের চমকে ভরা। কোন কবিতার সাথে অন্য কোন কবিতার ভাব, ছন্দ তাল বা বিষয়বস্তুর মিল খুব কম।কিন্তু শব্দ চয়ন, বাক্য বা প্রকাশভঙ্গি খুবই সহজ-সরল, সাবলীল এবং সহজেই বোধগম্য। মোট কথা, কবির সর্বাত্মক প্রয়াস, অধ্যবসায় ও পান্ডিত্য কাব্যগ্রন্থটিকে দিয়েছে অনন্যতা।