শুভ নববর্ষ।
বন্ধুরা, তোমাদের নতুন বছরের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে তোমাদের প্রিয় কিশোর বাংলা হাজির হলো জানুয়ারি, ২০২২ সংখ্যা নিয়ে। তোমাদের নতুন বছরটিকে আনন্দময় ও মজাদার করে তুলতে আমাদের এবারের প্রতিপাদ্য ‘হাসি’। এবার তাই তোমাদের জন্য রয়েছে মজার মজার অনেক আয়োজন।
বন্ধুরা, এখন শীতকাল। শীতের আমেজ আমাদের মনে সব সময়ই একটা আনন্দময় অনুভূতির সৃষ্টি করে। কিন্তু অনেকের জন্য শীতের তীব্রতা খুবই কষ্টকর। মানুষের সেবা করা অর্থাৎ মানুষের কাজে লাগা থেকে মহৎ কিছু নেই। তাই তোমরা তোমাদের আশেপাশে কষ্টে থাকা এই মানুষগুলোর পাশে অবশ্যই দাঁড়াবে।
বন্ধুরা, গত বছরটি করোনা মহামারির কারণে আমাদের খুব একটা ভালো যায়নি। সারা বিশ্বের সাথে আমরাও ছিলাম ভুক্তভোগী। নতুন বছরটাও আমাদেরকে সতর্কতার সাথেই শুরু করতে হবে। কারণ পৃথিবীর নানা প্রান্তে করোনা ভাইরাস এখনো ভয়ানক রূপে বিরাজ করছে। তাই তোমরা সব ধরনের সাবধানতা বজায় রেখো।
নববর্ষ—২০২২ তোমাদের জন্য হয়ে উঠুক সাফল্যমণ্ডিত ও উৎসবমুখরÑ এই শুভকামনা রইল। বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কিশোর বাংলা’র সাথেই থাকো।