বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির জনক, স্বাধীনতার মূল কাণ্ডারি। তাঁর ঘটনাবহুল জীবন নিয়ে রচিত হয়েছে অসংখ্য গ্রন্থ। বাংলার এই শ্রেষ্ঠ সন্তানের ওপর হয়তো অনাগত দিনগুলোতে রচিত হবে আরও তথ্যবহুল বই, তাতে থাকবে নানানরকম বিশ্লেষণ। হাজার বছরের মহান বাঙালির কর্মকাণ্ড নিয়ে প্রণীত হোক রকমারি লেখা-সেটা সকলের প্রত্যাশা। ‘বঙ্গবন্ধু : একটি আদর্শের নাম’ পুস্তকটিও এসবের মধ্যে একটি। গ্রন্থটিতে লেখক দেখাতে চেষ্টা করেছেন রাষ্ট্র, সরকার ও রাজনীতি নিয়ে তাঁর মূল্যবান বক্তব্য ও বিশ্লেষণ। হয়তো পাঠক এর মধ্যে নতুনত্বের কোনো দিঙ্নির্দেশনা পেতে পারেন।