বহুমাত্রিক লেখক ও কবি অনিল কুমার সরকার একজন প্রবীণ নব্বই দশকের জনপ্রিয় কথাশিল্পী। সমাজচিত্রের সহজ সরল প্রকাশে তার লেখার তাৎপর্যপূর্ণ। তার লেখার বর্ণনার ভাষা সহজ-সরল, কিন্তু শিল্পগুণসমপন্ন। মানুষ ও মানুষের যাপিত জীবন এবং সামাজিক ও রাজনৈতিক বিষয়াবলী ও মানবতাবোধ তার লেখার মূল প্রতিপাদ্য বিষয়।