তোর ওখানে বাতাস না-কি
বেশ শিখেছে ছলা-কলা!
যখন তখন ওড়না ওড়ায়
সকাল-দুপুর-সন্ধেবেলা।
মেঘ’রা না-কি রাত্রিবেলা
হালুম-হুলুম ডাক ছাড়ে!
ভেজায় তোকে চোখের কোণে
আঘাত করে হৃদয়-দ্বারে।
শুনতে পেলাম সূর্য না-কি
রোজ দুপুরে শাসায় তোকে!
রোদের কড়া ভয় দেখিয়ে
শুইয়ে রাখে একলা বুকে।
বিজলি নাকি পিলে চমকায়
অট্টহাসির ভড়ং ধরে,
আ ̄Í আকাশ জ্বালিয়ে ওঠায়
জাগতে-থাকা ঘুমের ঘোরে।
বলিস্ ওদের, সাবধান খুব
আসছি আমি. একটু দাঁড়া!
সব ক’টাকে বাঁধবো এমন
করবো তেমন হতচ্ছাড়া…