গত এক দশকেরও অধিক সময় ধরে শাশ্বত নিপ্পন গল্প লিখছেন। এরইমধ্যে তিনি সমকালীন বাংলা ভাষার আখ্যানপ্রধান গল্পকার হিসেবে পাঠকমহলে সমাদৃত হয়েছেন। গল্পপ্রিয় পাঠক মাত্রেই তাঁর ছোটগল্প পড়ে পুলকিত হন। সমাজ ও রাজনীতি সচেতন লেখক হিসেবে তিনি পাঠকদের সামনে ক্ষয়ে যাওয়া সমাজ, নষ্ট হয়ে যাওয়া মানুষের গল্প তুলে আনেন। কিন্তু শেষ পর্যন্ত গল্পগুলো নৈরাশ্যবাদের দিকে না নিয়ে পাঠককে আশাবাদী করে তোলে। শাশ্বত গল্পবলাতে এমনই দক্ষ যে তাঁর গল্পের চরিত্রগুলো পাঠকের চেনাজানা জগতের সঙ্গে মিশে যায়। গল্পে ভাষা, বর্ণনা ও ডায়লগে আঞ্চলিক অনুষঙ্গের ব্যবহার তাঁকে স্বতন্ত্র কণ্ঠস্বর হিসেবে আমাদের চিনিয়ে দেয়। এই বিশ্বব্যাপী গ্রহণকালে শাশ্বত নিপ্পনের ‘থমকে যাওয়া সময়ের গল্প’ নতুন করে ভাবতে শেখাবে পাঠককে।