আমাদের সমত রহমান! প্রেমিক নন, একজন শিক্ষক। রহস্য খুঁজে বের করা তার কাজ নয়। অথচ সবসময় আটকে পড়েন ভালোবাসার জটিল সব রহস্যে। হত্যা, খুন, গুম, নিখোঁজ, অপহরণের মতো ভয়াবহ সমস্যাকে সমাধান করে ফেলেন নিজের অজান্তেই। মিসির আলি কিংবা মাসুদ রানা, কিরিটী রায় অথবা ফেলুদা, বাংলা সাহিত্যের চিরায়ত এইসব চরিত্রের-ই একজন এই সমত রহমান।
মানুষ ভালোবাসতে চায়। ভালোবাসার মানুষটিকে কাছে পেতে চায়। ধরে রাখতে চায়। আজীবন। আমরন। জনম জনম। হোক তা যত জটিলতার, হোক তা যত রহস্যের। সর্বস্ব বিলিয়ে হলেও সে চায়, তার প্রিয়জন তাকে নিশীথ রাতের বাদলধারার মত অবিরত ভালোবাসুক। অতি গোপনে। একান্ত সংগোপনে।