হাজার হাজার বছর আগে রাজা তুতানখামেনাককে মরুভূমির বুকে সমাহিত করা হয়। ১৯২২ সালের বসন্তে হাওয়ার্ড কারটার এবং তাঁর সহযোগীগণ খুঁজে পায় তাঁর সমাধক্ষেত্র। সমাধী থেকে বের করে আনা হয় তুতেনখেমেনের মমি। সেই শ্বাসরুদ্ধকর অবস্থার কথা কারটার সাহেবের সাহাজ্যকর্মী লিখে রাখেন তাঁর ডায়েরিতে। সেটা জানতে হলে পড়ুন এই বই।