দিন আসে দিন যায়, তিনশ’ পয়ষট্টি দিন। বছর গড়ায়। এরই মধ্যে কোনাে কোনাে দিন মানুষের জীবনে থেকে যায় বিশেষ হয়ে, গেঁথে যায় মনে । সেদিনটি স্মরণ করা হয় বিশেষভাবে। তেমনি প্রতিটি মানুষের, প্রতিটি জাতির, প্রতিটি রাষ্ট্রের থাকে বিশেষ কিছু দিন, বিশেষ কিছু ঘটনা। যা স্মরণীয় হয়ে থাকে। যা আলােড়িত হয় বছরব্যাপি। সেই স্মরণীয় দিন কিংবা ঘটনা যাতে স্মৃতির অতল গহ্বরে হারিয়ে না যায় তার জন্য প্রয়ােজন সুশৃঙ্খল সংরক্ষণ।