হেনরী সুগার উড়নচন্ডী, স্বার্থপর, অলস, জুয়াড়ী এবং চল্লিশ বছরের একজন অবিবাহিত যুবক- যে নিজেকে ছাড়া পৃথিবীর কাউকে ভালোও বাসে না, অন্য কারো ভালো নিয়ে চিন্তাও করে না। দিনরাত্রি যার একটাই চিন্তা কীভাবে আরো ধনী হওয়া যায়, তেমন চরিত্রের একজন মানুষ যদি হঠাৎ একদিন আবিষ্কার করে বসে চাইলেই সে জুয়াখেলায় যত খুশি, যতবার খুশী, অজস্র টাকা জিতে নিতে পারে, কী করতে পারে সে?
এ প্রশ্নের উত্তরটি দিচ্ছেন যখন স্বয়ং রোয়াল্ড ডাল, তখন পাঠক যা আশা করতে পারেন, দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরী সুগার-এ তাই ঘটেছে। একটি অদ্ভুদ গল্পকে অদ্ভুদতর মোচড়ে পাঠককে মোহিত করে ফেলার যে জাদু জানেন ডাল, এ গল্পটি তার প্রকৃষ্ট উদাহরন।